এনজিও ৬টি:
১। ব্র্যাক, কান্দিগ্রাম।
২। আশা, ছয়সূতী বাজার।
৩। প্রশিকা দ্বাড়িয়াকান্দি বাসসট্যান্ড।
৪। ডরপ দ্বাড়িয়াকান্দি বাসসট্যান্ড।
৫। ব্রাস দ্বাড়িয়াকান্দি বাসসট্যান্ড।
৬। পল্লি বিকাশ দ্বাড়িয়াকান্দি বাসসট্যান্ড।
এনজিও
ছয়সূতী, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
ছয়সূতী ইউনিয়নের জনগন এনজিও এর প্রতি খুবই আগ্রহী ।এই সব বেসরকারী সংস্হার প্রতি পূর্বে গ্রামের মানুয়ের আগ্রহ কম ছিল কিন্তু বতমানে এই সব সংস্হার প্রতি মানুষের বিশ্বাস ও যতেষ্ট আগ্রহ রয়েছে।গ্রামের গরীব জনগন এখন এই সব সংস্হা থেকে ক্ষুদ্র ঋন নিয়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যাবসা করছে।এই সব সংস্হা মানুষের খুবই উপকার আসছে। গ্রামের সকল নারী পুরুষ এই সকল ব্র্যাক থেকে টাকা নিয়ে বিভিন্ন ছোট ব্যবসা আরম্ভ করছে।
১। ঋণ প্রদান।
২। শিক্ষা বৃত্তি।
৩। স্বাস্থ্য সেবা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস